২১ নভেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত আড়াই হাজার টাকা সহায়তা কার্যক্রমে উপকারভোগীদের তালিকার মোবাইল নাম্বারে নতুন করে রবি সিম বাধ্যতামূলক ভাবে কিনতে বলছে বরিশাল সদর উপজেলার সাহেস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও তার সচিবসহ ইউপি সদস্যরা । শুধু সাহেস্তাবাদই নয় সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদে একই অবস্থা চলছে। এতে ভোগান্তি পড়ছে বাসিন্দারা।
এই তালিকায় যে কোন মোবাইল নম্বর ব্যবহৃত করতে পারবে কিন্তু সায়েস্তাবাদে যে তালিকা হচ্ছে সেখানে শুধু রবি সিমের নাম্বার ছাড়া তালিকা হচ্ছেনা বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ মেম্বার ও সচিব তাদের অনিয়মের ফলে অনেক অসচ্ছলের প্রণোদনা পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জাতির সংকটময় মুহূর্তে বিপাকে পড়া মানুষদের তালিকায় এই অনিয়ম অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন সচেতন মহল। এ নিয়ে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনা। উপকারভোগীরাও পড়েছেন ভোগান্তিতে।
তবে সরকারী সিম টেলিটক অথবা গ্রামীন ,বাংলালিংক ,এয়ারটেল নাম্বার থাকলে কেন তালিকায় সেই নাম্বার ব্যবহার করতে পারবেনা এনিয়ে সচিবদের কাছে জানতে চাইলে তারা উপকারভোগীদের বলেন রবি নাম্বার হলে ভালো হবে আপনাদের।
একটি গোপন সূত্রে জানা গেছে, সিম কোম্পানীর কাছ থেকে কমিশন খেয়ে মেম্বার ,চেয়ারম্যান ও সচিবরা সবাইকে বাধ্য করছে রবি সিম কিনতে।
এব্যাপারে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকতা বলেন, তালিকায় যে কোন নাম্বার হলেই চলবে। তবে আইডি কার্ড দিয়ে যে নাম্বারে বিকাশ এ্যাকাউন্ট খোলা সেই নাম্বার দিতে হবে। অভিযোগের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,বিয়টি আমার জানা নেই। তবে আমি চেয়ারম্যানকে ফোন দিচ্ছি।