২১ নভেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ঃ
বরিশালের উজিরপুর উপজেলার হারতায় সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীতে ভেসে আসা এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার হারতা ইউনিয়নের বাবুল সরদারের বাড়ির সামনে নদীতে ভেসে আসা অজ্ঞাত এক যুবতীর বিকৃৃত লাশ দেখতে পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশকে জানান স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়।এসময় উজিরপুর মডেল থানার ওসি( তদন্ত)হেলাল উদ্দিন, হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার হরেন রায়,ইউপি সদস্য নিখিল চক্রবর্তী প্রমুখ উপস্্থিত ছিলেন। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানান ওই যুবতীর মৃত্যু রহস্য উদঘাটনের জন্য লাশের ময়না তদন্ত রির্পোট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া তার পরিচয় খুঁজে বের করতে চেষ্টা চালানো হচ্ছে।###