২১ নভেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন দক্ষিন সাউতপুর এলাকা থেকে জুয়া খেলার সময় পুলিশের হাতে আটককৃত ৫ জুয়াড়িকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার (২৩জুন) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সোহাগ হাওলাদার এ দন্ডাদেশ দেন।
সূত্র জানায়, রোববার রাতে দক্ষিন সাউতপুর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একজায়গায় বসে মোবাইলে জুয়া খেলতেছিল ৫জন যুবক। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে জুয়ারিদের ধরার জন্য থানা পুলিশকে নির্দেশ দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে তাদের কাছ থেকে মোবাইল জব্দ করা হয়। পরে জুয়ারিদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক তাদের প্রত্যেককে ১মাসের জন্য বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, দক্ষিন সাউতপুর গ্রামের আলি আজিম খানের ছেলে রিপন (৪০), ইদ্রিস হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার (৩০), মৃত. আব্দুল জলিলের ছেলে ইকবাল হোসেন (৩০), আ: সোবাহান হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদার (৩৭), নুর মোহাম্মদ এর ছেলে জাফর হাওলাদার (৩৫)।