২০ নভেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক:: দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। আর প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ১৩৮৮ জন। করোনাভাইরাসে সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের ৪২৫৩ জন আক্রান্ত হয়েছেন।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৭১৩ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সশস্ত্র বাহিনীর মোট ৮ জন মারা গেছেন, তারা অবসরপ্রাপ্ত ছিলেন।