২১ নভেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশের ছয় কর্মকর্তাসহ সারাদেশের বিসিএস (পুলিশ) ক্যাডারের ‘পুলিশ সুপার’ পদমর্যাদার ২১৫ জন কর্মকর্তা বদলি করেছে সরকার। তাদের বেশিরভাগকে জেলার পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন, নৌ-পুলিশ, বিশেষ শাখা (এসবি), মহানগরের উপ-কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বদলির আদেশ জারি করে। এরমধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমশিনার মোঃ ছালেহ উদ্দিনকে পদায়ন দিয়ে কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন সার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুর বদলি করা হয়েছে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খান মুহাম্মদ আবু নাসেরকে পদায়ন দিয়ে বিএমপির উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।
অপরদিকে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবকে উপ-পুলিশ কমশিনার পদায়ন দিয়ে রাজশাহী মহানগরী পুলিশে (আরএমপি) বদলি করা হয়েছে। জেলা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদকে পুলিশ সুপারে পদায়ন দিয়ে বিশেষ শাখা (এসবি), ঢাকায় বদলি করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন), বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমকে পদায়ন দিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই), সিরাজগঞ্জ এর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদকে পদায়ন দিয়ে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপারে বদলি করা হয়েছে।
এছাড়া অন্যান্যরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত আছেন।