২১ নভেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে কোভিড-১৯ আক্রান্ত রোগীর শনাক্তের সংখ্যা শতক ছাড়াল। গতকাল মঙ্গলবার রাতে সর্বশেষ প্রতিবেদনে জেলায় আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট ১০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিষিয়টি নিশ্চিত করেছেন জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান। নতুন আক্রান্তদের মধ্যে ঝালকাঠি সদরে ১জন , রাজাপুরে ১জন এবং কাঁঠালিয়া উপজেলায় ২জন রয়েছেন। জেলায় সুস্থ হয়েছেন আরও ৬ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৩ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ জনের। ১০১ জন আক্রান্তদের ঝালকাঠি সদরে ৩৪ জন ,নলছিটিতে ২৮ জন , রাজাপুরে ২৫ জন এবং কাঁঠালিয়ায় ১৪ জন রয়েছেন। জেলায়
করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। জেলায় এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ১ হাজার ২৯৩ জনের। প্রতিবেদন এসেছে ১ হাজার ১৩৫ জনের। হোম কোয়ারেন্টিনে ছিলেন ১ হাজার ২৪২ জন। হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ হাজার ২৩৮ জন। আজ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন ৪৭ জন।