২১ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী জেলায় নতুন করে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫৯ জন। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব হতে ১১ জুনের প্রেরিত নমুনার রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে।
নতুন ৪ জন করোনা আক্রান্তরা হলেন- নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), একই দপ্তরের গাড়ি চালক, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি ও সৈয়দপুর উপজেলা শহরের নিউ বাবু পাড়ার একজন।
জানা যায়, এ নিয়ে নীলফামারী সদরে মোট ৮৪ জন এবং সৈয়দপুর উপজেলায় মোট ৩৫ জন করোনা পজেটিভ ।
উল্লেখ্য:- জেলায় পূর্বের শনাক্ত সহ এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হলো ২৫৯ জন। করোনা পজেটিভ হয়ে মৃত্যু বরন করেছেন ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১২২ জন।