২১ নভেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদর উপজেলার ৪নং কেওরা ইউনিয়নের পাকমহর গ্রামের বিলীন হওয়া রাস্তাটি এখন শেষ পর্যায়ে। ঘূর্ণিঝড় আমফানের কারনে নদী গর্ভে রাস্তাটি পুরোপুরি বিলীন হয়ে গেছে।এই রাস্তাটি পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠির আওতায়। সাধারণ মানুষের চলাচলের সম্পুর্ন অনুপযোগী হয়ে পড়েছে।
এ সড়কটি থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এখানে একটি স্কুল, একটি মহিলা মাদ্রাসা একটি নুরানী মাদ্রাসা এবং দুটি বাজার রয়েছে।শেখেরহাট দুটি কলেজের শিক্ষার্থীদের চলাচলের একমাত্র রাস্তা। প্রতিদিন অনেক লোকজন চলাচল করে । রাস্তার এই পরিস্থিতিতে মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন।
দীর্ঘদিন এই রাস্তাটি অবহেলিত থাকলেও এ যাবত পানি উন্নয়ন বোর্ড রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেয়নি।
পানি উন্নয়ন বোর্ড অতি দ্রুত সম্ভব চলাচলের উপযোগী করে তোলার উদ্দেগ গ্রহন করবেন বলে আশা করে সর্ব স্তরের জনগন।