২১ নভেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
আইজিপির নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

আইজিপির নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

আজকের ক্রাইম ডেক্স:: সড়কে চাঁদাবাজি বন্ধে আইজিপির হুঁশিয়ারি সমেত নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। নগরীর বাসস্ট্যান্ডগুলোসহ আশপাশের সড়কে চাঁদাবাজি রুখতে বাড়িয়েছে পুলিশী টহল, সাথে রাখছে সতর্ক দৃষ্টি। সাম্প্রতি বাংলাদেশ পুলিশপ্রধান বেনজির আহম্মেদ রাজধানীতে পরিবহন শ্রমিক নেতাদের সাথে এক বৈঠকে মাঠপর্যায়ে নিয়োজিত পুলিশ বাহিনীকে এমন কঠোর নির্দেশনা দেওয়ার পাল্টে যায় বরিশাল সড়কের চিত্রপট। সড়কে গণপরিবহনে তোলা উত্তোলন বন্ধে কঠোর অবস্থানের বিষয়টি জানান দিয়ে কাজ শুরু করে পুলিশ। বিএমপি পুলিশের ট্রাফিক বিভাগের শীর্ষ কর্মকর্তা জাকির হোসেন মজুমদার সঙ্গীয় ফোর্সসহ শনিবার শহরের দুটি বাসস্ট্যান্ড নথুল্লাবাদ ও রুপাতলীতে গিয়ে তদারকি করেন এবং চাঁদাবাজি পুরোপুরি বন্ধে নির্দেশ দেন।
বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সূত্র জানায়, রাজধানী ঢাকায় শ্রমিক নেতাদের সাথে বৈঠকে শুক্রবার বিকেলে আইজিপি চাঁদাবাজি বন্ধে মাঠপুলিশকে সোচ্চার হতে যে নির্দেশনা দিয়েছেন তার প্রতিষ্ঠানিক কোন আদেশ না আসলেও সংবাদমাধ্যমে লেখালেখিতে বিএমপি শীর্ষ কর্মকর্তাদের নজর কাড়ে। শীর্ষ কর্মকর্তার নির্দেশনা বাস্তবায়নে পরদিন অর্থাৎ শুক্রবার সকালে মাঠে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ বিভাগ। সকালে ডিসি ট্রাফিক জাকির হোসেন মজুমদার প্রথমে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে, পরে রুপাতলীতে গিয়ে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে সাক্ষাত করে কঠোর অবস্থানে কথা জানান।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়- সাক্ষাতকালে পুলিশ কর্মকর্তা শ্রমিক নেতাদের কোন প্রকার চাঁদা উত্তোলন বন্ধ রাখতে নির্দেশ দেন। এবং গণপরিবহনে অভ্যন্তরীণ বা মহাসড়কে চাঁদাবাজির শিকার হলে শ্রমিকদের পুলিশকে অবহিত করার পরামর্শ দেন। এর ব্যতিক্রম হলে নিস্তার নেই বলে হুঁশিয়ার করেন। ট্রাফিক বিভাগের শীর্ষ কর্মকর্তা হুংকার মিশ্রিত নির্দেশনায় বলার অপেক্ষা রাখে না যে আইজিপির নিদের্শনা বাস্তবায়নে বরিশাল পুলিশ কতটা তৎপর বা আন্তরিক।

বিভিন্ন সূত্রে জানা যায়- আইজিপির কঠোর হুঁশিয়ারির পরে বরিশাল গণপরিবহনে চাঁদাবাজিতে জড়িত এমন ব্যক্তি বিশেষ অনেকাংশ পিছু হয়েছেন। বিশেষ করে ট্রাফিক পুলিশ সেই আদেশ বাস্তবায়ন করতে মাঠে নেমেছে এমন খবরে তাদের মাঝে আতঙ্ক বাড়িয়ে তুলেছে। উদাহরণস্বরুপ শহরের এতদিন মাহিন্দা পরিবহনে নাম সর্বস্ব সংগঠন বেপরোয়া চাঁদাবাজি চালিয়ে আসলেও ট্রাফিক পুলিশ মাঠে নামার পর নেতারা আড়াল হয়েছে। তবে সীমিত পরিসরে চাঁদা উত্তোলন অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এই বিষয়ে ট্রাফিক পুলিশের উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদারের সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রাথমিকভাবে বাস মালিক ও শ্রমিক নেতাদের চাঁদাবাজি বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং গণপরিবহন সংশ্লিষ্ট সকলে ইতিমধ্যে পুলিশপ্রধানের হুঁশিয়ারি সম্পর্কে অবগত হয়েছে, তারপরেও যদি মহাসড়ক বা বাসস্ট্যান্ডে চাঁদা উত্তোলন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে ছাড়া পাবে কেউ।

এদিকে বিএমপির একটি সূত্র জানায়- আইজিপির নির্দেশনাসমূহের একটি আদেশ রোববার বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসেছে। এই আদেশ বাস্তবায়নের প্রক্রিয়া বাতলে দিতে এখানকার শীর্ষ পুলিশ কর্মকর্তা মো. শাহাবুদ্দিন খান শিগগিরই অধীনস্ত কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসবেন। অনুমান, অত্যন্ত স্বচ্ছ মানসিকতার কর্মকর্তা শাহাবুদ্দিন খান পুলিশপ্রধানের আদেশ প্রতিষ্ঠায় তিনি আরও কাঠোর ভুমিকা রাখবেন, মাঠপর্যায়ে নিয়োজিত পুলিশ সদস্যদের তৎপরতা বৃদ্ধি পাবে।

এক্ষেত্রে পুলিশ কমিশনারের অভিব্যক্তি হচ্ছে- গণপরিবহনে চাঁদাবাজি রোধে তার বাহিনী মাঠপর্যায়ে আগেও সোচ্চার ছিলে, এখনও আছে। তবে শীর্ষ কর্মর্তার নির্দেশনার আলোকে এবার ব্যতিক্রম উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করতে চাইছেন। প্রাথমিকভাবে পরিবহন সংশ্লিষ্ট মালিক-শ্রমিকদের চাঁদা উত্তেলনে নিষেধাজ্ঞা জানিয়ে দেওয়া হয়েছে। এবং সড়ক বা মহাসড়কে বিভিন্ন সংগঠনের নামে অর্থ উত্তোলন বন্ধে টহল বাড়ানো হয়েছে, হচ্ছে। সেই রাখা হচ্ছে কঠোর নজরদারি।

এই কর্মকর্তা সাথে আলাপচারিতায় যা পাওয়া গেল তাতে অনুমেয় যে বরিশাল প্রেক্ষাপটে এবার গণপরিবহনে চাঁদাবাজি থাকছে না। কিন্তু মাঠপুলিশ এখন বাস্তবায়নে কতটুকু ভুমিকা রাখবেন বা রাখতে পারেন তা দেখার অপেক্ষা।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019