২১ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বরিশাল নগরীর বান্দরোডস্থ রাহাত আনোয়ার হাসপাতালের মালিক ডা. আনোয়ার হোসেন গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়। কিন্তু দুপুরের পরে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এবং শ্বাসকষ্টসহ করোনা রোগে উপসর্গগুলো দেখা দেয়।
হাসপাতালের একটি সূত্র জানায়- কদিন আগে রাহাত আনোয়ার হাসপাতালের দুই কর্মী করোনা আক্রান্ত হন। গত রোববার সকাল থেকে হাসপাতাল মালিক ডা. আনোয়ার হোসেন অসুস্থবোধ করেন। এরপরে তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে অক্সিজেন দিয়ে রাখে। করোনা রোগের সকল উপসর্গ থাকলেও ডাক্তার আনোয়ার আসলে এ রোগে আক্রান্ত কী না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এছাড়া বিষয়টি নিয়ে হাসপাতালের দায়িত্বশীলদের কেউ মিডিয়ার কাছে মুখ খুলতে চাইছেন না।
সর্বশেষ খবরে জানা গেছে- ডা. আনোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তাকে বহন করতে একটি এয়ার অ্যাম্বুলেন্স বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে এসেছে। কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে হেলিকপ্টারযোগে রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দেবেন স্বজনেরা।’