২১ নভেম্বর ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় উপজেলার উদয়কাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত
চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. জাকির হোসেন ব্যক্তিগত উদ্যোগে ২
শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। শনিবার সকালে উদয়কাঠি
ইউনিয়নের মধুরভিটা গ্রামের নিজ বাড়িতে বসে সাধারণ মানুষের মাঝে সামাজিক
সুরক্ষা বজায় রেখে তিনি এ ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি আগত সাধারণ
মানুষের উদ্দেশ্যে বলেন, আমার এই সামান্য প্রচেষ্টা (উপহার) মমতাময়ী মা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আদর্শের অনুপ্রেরণা। সাধারণ
মানুষকে দেওয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেনের এ ঈদ সামগ্রী উপহারে
ছিলো একটি করে মুরগী,চিনি,সেমাই,গুড়ো
দুধ,দারুচিনি,এলাচ,জিরা,কিচমিচ,আলু,পেঁয়াজ,আদা,রোশন,ডাল,তেল ও চাল
প্রভৃতি । এছাড়াও তিনি দেশের মধ্যে কোভিড-১৯’র প্রাদুর্ভাব শুরু হওয়ার
পর থেকে তার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য এবং আওয়ামী লীগের
নেতৃবৃন্দদের সমন্বয়ে কর্মহীন ও দুঃস্থ পরিবারের সঠিক তালিকা প্রনয়ন করে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন।