২১ নভেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
মরণব্যাধি ভাইরাস করো না এবং প্রাকৃতিক দুর্যোগ আমপানের প্রভাবে কর্মহীনদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক ও তার সহধর্মিণী রেহানা ফেরদৌসী লিসা আজ নগরীর উত্তর আলেকান্দা ডা: খাদেম হোসেন এলাকার গরীব ও নিম্নবিত্ত-অসহায়,কর্মহীন ৩০ টি পরিবারের মাঝে সেমাই ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জনাব মোহাম্মদ নাঈমুল হক বলেন, এরা সবাই আমার প্রতিবেশী। মহান আল্লাহ্ রাব্বুল আলামীন সব সময় আমাদের প্রতিবেশীর হক আদায় করার কথা বলেছেন।
প্রতিবেশীর হক আদায় করা আমাদের সবার কর্তব্য। আমার স্ত্রী সব সময় এদের খোঁজ খবর নেন। তাদের সুবিধা অসুবিধার কথা সবসময় আমাকে বলেন। করোনা ভাইরাস এর কারণে কর্মহীন হয়ে পড়া এসব প্রতিবেশীদের প্রতিমাসেই তারা সাহায্য করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান। সমাজের সব বিত্তশালীরা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে আমাদের দরিদ্র লোকদের কিছুটা হলেও উপকার হবে।