২১ নভেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
সুপার সাইক্লোন আম্পান মোকাবেলায় তৎপর রয়েছে রাঙ্গাবালী থানা পুলিশ।
বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ টহল দেয়। এ সময় বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতনায়সহ ভাসমান মান্তা জেলেদের তীরে এসে নিকটবর্তী আশ্রয়নকেন্দ্রে আশ্রয় নিতে বলেছেন রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মোঃ আলীআহম্মেদ ও রাঙ্গাবালী থানা উপপরির্দশক নাজমুল হাসান।
এছাড়াও রাঙ্গাবালী থানা পুলিশের পক্ষ থেকে সুপার সাইক্লোন আম্পান মোকাবেলায় শুকনা খাবার ও জরুরী ওষুধ সংগ্রহে রাখা হয়েছে।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মোঃ আলীআহম্মেদ বলেন, প্রবল ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সচেতনতামূলক মাইকিংসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং এ দূর্যোগ মোকাবেলায় সকলকে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে যাওয়ায় জন্য আহবান জানাচ্ছি।