২১ নভেম্বর ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এম সুজন খান (বিশেষ প্রতিনিধি)ঃ- বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে ভালুকায় ঘরবন্দি কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন ইঞ্জিনিয়ার মাসুদ। করোনা প্রতিরোধে ১৯ এপ্রিল (মঙ্গলবার) সকালে পৌরসভার ৯নং ওয়ার্ডে পবিত্র ঈদুুল ফিতরকে সামনে রেখে ঘরবন্দি মানুষের মাঝে ২টি স্থানে ২৫০টি পরিবারকে নিজ তহবিল থেকে মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, চিনিগুড়ো চাউল ২কেজি, লাচ্ছা সেমাই ২পেকেট, চিনি ১কেজি, নুুুডুলস ১পেকেট, লাক্সসাবান ১টি মোট ৫প্রকার খাদ্য সামগ্রী।
এসময় ইঞ্জিনিয়ার মাসুদ করোনা প্রতিরোধে জন-সচেতনতামুলক বক্তব্যে বলেন, করোনা ভাইরাসের ছোঁবল থেকে নিজেকে রক্ষা করুন,পরিবারকে রক্ষা করুন, প্রতিবেশীকে বাঁচান,দেশের মানুষকে বাঁচান, দেশ বাঁচান। সরকার আপনাদের পাশে আছে আপনারা কেউ না খেয়ে মরবেননা, আসুন আমরা সরকারের নির্দেশ মেনে সবাই ঘরে থাকি। বিশেষ প্রয়োজন ছাড়া আমরা কেউ যেন ঘর থেকে বের না হই।
তিনি আরো বলে, করোনা পরিস্থিতি যতদিন সাভাবিক না হবে দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে, ঈদকে সামনে রেখে পৌরসবার ৯টি ওয়ার্ডে ২৫শত পরিবারকে ঈদ উপহার বিতরণ করবেন তিনি। দেশের এই ক্লান্তি লগ্নে যার যার অবস্থান থেকে সবাইকে সহযোগীতা করার আহবান জানান।