২১ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক:: নেত্রকোনার মদন উপজেলায় নিজ ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে তোফাজ্জল হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাশরি গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। সে মদন ওই গ্রামের রিপন মিয়ার ছেলে।
পরে বাড়ির লোকজন স্থানীয়দের সহায়তায় মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন সকালে বাড়ির সামনের হাওরে ধান কাটতে যায়। দুপুরে ধান কাটা শেষে বাড়ি এসে নিজ ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতের তারে লেগে মাটিতে লুটিয়ে পড়ে।
এ সময় পরিবারের লোকজন দ্রুত তোফাজ্জলকে মদন হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বুশরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, খবর শুনে মরদেহ দেখতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।