২১ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ আমিনুল ইসলাম::-
সিরিয়ার উত্তরাঞ্চল আফরিন শহর যা তুরস্কের সেনা নিয়ন্ত্রিত অঞ্চল। এখানে এক ভয়াবহ ট্রাক বোমা বিস্ফোরণে কমপক্ষে চল্লিশ জনের মত নিহত এবং অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রণালয় অফিসিয়াল ভাবে জানিয়েছেন, মঙ্গলবার বিকালে সিরিয়ার উত্তরাঞ্চল শহর আফরিনে এক ভয়াবহ ট্রাক বোমা বিস্ফোরিত হয়ে ব্যাপক হতাহতের সৃষ্টি হয় একইসঙ্গে বহু ক্ষয়ক্ষতিও হয়।
তুর্কি সেনাবাহিনী, কুর্দি বিদ্রোহী ওয়াইপিজিকে দমনের অজুহাতে সিরিয়ার উত্তরাঞ্চল আফরিন শহরসহ বিশাল অঞ্চল প্রায় দুই বছরের ঊর্ধ্বে দখল করে আছেন।
তুর্কি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ট্রাক বোমা হামলায় মহিলাসহ ১১ জন শিশু এবং আরও ৪৭ জন মানুষ গুরুতর আহত হয়েছেন তন্মধ্যে কিছু মানুষের জীবন ভীষণ সংকটাপন্ন। তবে এই হামলার জন্য তুর্কি বাহিনী কুর্দি বিদ্রোহীগোষ্ঠী ওয়াইপিজিকে দোষারোপ করেছেন । একটি বাজারের মধ্যে জ্বালানি ট্রাক হতে এই ধরনের বিস্ফোরিত হয়। এর ফলে বেশ কিছু তুর্কি বিদ্রোহীও মৃত্যুবরণ করেন।