২১ নভেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: আমিনুল ইসলাম ::-
লেবাননের সীমান্তবর্তী এলাকায় ইহুদীবাদী ইসরাইলীর সেনাবাহিনী ‘গোয়েন্দা ক্যামেরা ‘ স্থাপন করেছে । ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে উত্তেজনা তুঙ্গে উঠায় ইসরাইল এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য হিজবুল্লাহর মৃত কমান্ডারের নাম আলী মোহাম্মদ ইউনেস।
ইসরাইল, লেবানন সীমান্তের কংক্রিটের প্রাচীরের ওপারে ‘আদাইসে’ ও ‘ কুফার কিলা’ গ্রামের সংযোগ সড়কে পর্যবেক্ষণ টাওয়ারগুলোতে এই গোয়েন্দা ক্যামেরা স্থাপন করেছে।
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচরদের হাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডোর নিহত হওয়ার পর ইসরাইল মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই রকম সিদ্ধান্ত গ্রহণ করেছে । উল্লেখ্য হিজবুল্লাহর মৃত কমান্ডারের নাম আলী মোহাম্মদ ইউনেস। তিনি লেবাননের জেবশিত গ্রামে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচরদের দ্বারা নিহত হোন। তিনি লেবাননে ইসরায়েলের গুপ্তচরদের সনাক্ত কাজে নিয়োজিত ছিলেন।
হিজবুল্লাহর এই কমান্ডারকে হত্যা করার পর সংগঠনটির সাথে ইসরায়েলের সম্পর্ক ব্যাপক টানা -পোড়েন দেখা যায়। তেল আবিব শুক্রবার এক ঘোষণা দেয়, সিরিয়ায় অবস্থিত হিজবুল্লাহর ঘাটিতে আঘাত হানা হবে। বতর্মানে তেল আবিব এবং হিজবুল্লাহর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।