২১ নভেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: আমিনুল ইসলাম ::-
ইয়েমেনের সেনাবাহিনী দাবি করেছেন এক দিনেই সৌদি জোটের অন্তত ছয় দফা হামলা প্রতিরোধ করেছেন এবং একটি ড্রোন বিমান ভৃপাতিত করেছেন। করোনা ভাইরাসের প্রকোপে ইয়েমেনে আপাতত আগ্রাসন বন্ধের ঘোষণা দিলেও, এক দিন পরেই সৌদি জোট দেশটির বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করেন।
ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টুইট বার্তায় জানান, গতকাল সকাল হতে দুপুর পযর্ন্ত ইয়েমেনের সেনাবাহিনী অভিযান চালিয়ে সৌদি হঠকারীদের সমূলে পরাস্ত্র করেছেন। এই অভিযানে সৌদির অনেক সদস্য হতাহত হয়েছেন, তবে সংখ্যা উল্লেখ না করলেও কয়েক ডজন হবে বলে মনে করেন।
জেনারেল সারি আরও উল্লেখ করেন, আল-বেদা প্রদেশের কানিয়াহ্, আজ- জারিবাত এবং নাতি এলাকায় তিনটি, মারিব প্রদেশের সিরওয়াহ এলাকায় দুটি, তায়েজ প্রদেশের কাবজাত এলাকায় একটি হামলা চালানো হয়েছিল। আজকে সৌদি জোট ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জাওফ প্রদেশের খাব ওয়া আশ- শাফ এলাকায় সাত দফা হামলা চালিয়েছে বলে উল্লেখ করেন।
সৌদি আরবের সীমান্তবর্তী এলাকা রাজেহর আকাশে বৈরী তৎপরতায় লিপ্ত থাকার সময়ে ইয়েমেনের সেনাবাহিনীর সদস্যরা একটি ড্রোন বিমান গুলি করে ভূপাতিত করেন।