২০ নভেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা! দর্শনায় দাড়ানো ট্রাকে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা বিরামপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বড় বোনের ইন্তেকাল
ইতালিতে লকডাউনের সময়সীমা আগামী ৩ মে পর্যন্ত বাড়িয়েছে। আজকের ক্রাইম-নিউজ

ইতালিতে লকডাউনের সময়সীমা আগামী ৩ মে পর্যন্ত বাড়িয়েছে। আজকের ক্রাইম-নিউজ

করোনাভাইরাস মহামারির কারণে একমাসেরও বেশি সময় ধরে লকডাউন চলছে ইতালিতে। মানুষজন চলাচলের ওপর দেয়া হয়েছে কড়া নিষেধাজ্ঞা। প্রাণঘাতী ভাইরাসের বিস্তার রোধে লকডাউনের সময়সীমা আগামী ৩ মে পর্যন্ত বাড়িয়েছে দেশটি। শুক্রবার ইতালীয় প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা যদি এখনই (লকডাউন) ছেড়ে দেই তাহলে এ পর্যন্ত অর্জিত সব ইতিবাচক ফলাফল ঝুঁকিতে পড়বে এবং নতুন মৃত্যুর হার আবারও বাড়তে পারে।’

গত ২০ ফেব্রুয়ারি প্রথমবার করোনা রোগী শনাক্ত হয় ইতালিতে। মাত্র দেড় মাসের মধ্যেই রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। সারাবিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন সেখানেই।

ইতালিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ হাজার ৮৪৯ জন। শুক্রবারও প্রাণ হারিয়েছেন ৫৭০ জন। এদিন দৈনিক মৃত্যুহার বৃদ্ধির পরিমাণ ছিল ৩ দশমিক ১ শতাংশ, যা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে কম।

মূলত কড়া নিষেধাজ্ঞার ফল এপ্রিলের শুরু থেকেই পেতে শুরু করেছে দেশটি। মার্চে ভয়াবহ বিপর্যয়ের পর এ মাসের শুরু থেকেই সংক্রমণের হার কমতে শুরু করেছে। এক সপ্তাহ আগেও ইতালিতে যেখানে চার হাজারের বেশি মানুষ আইসিউতে চিকিৎসাধীন ছিলেন, শুক্রবার সেই সংখ্যা নেমে এসেছে ৩ হাজার ৪৭৭ জনে।

তবে লকডাউন বা কড়া নিষেধাজ্ঞা শিথিল করলেই এসব সাফল্য ম্লান হয়ে দ্বিতীয় দফায় মহামারি বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের।

যদিও আপাতত লকডাউন তুলে নেয়ার সম্ভবনা নেই বলেই জানিয়েছেন ইতালীয় প্রধানমন্ত্রী। তবে ‘গৃহবন্দী’ জনগণকে কিছুটা আশা আলোও দেখিছেন তিনি। বলেছেন, ৩ মে’র আগে যদি করোনা সংক্রমণের হার একেবারে নিচে নেমে আসে তাহলে পরিস্থিতি বিবেচনা করবে সরকার।

এছাড়া, আগামী ১৪ এপ্রিল থেকে বইয়ের দোকান, শিশুসামগ্রী সরবরাহকারী, কাঠ কোম্পানিগুলোর কার্যকমের ওপর নিষেধাজ্ঞায় কিছুটা ছাড় দেয়া হতে পারে।

সূত্র: আল জাজিরা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019