২১ নভেম্বর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল সদর উপজেলা এর উদ্যোগে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরা দুঃস্থের মাঝে খাদ্য ও হ্যান্ড সেনিটেশন সামগ্রী বিতরন করা হয়েছে। আজ (সোমবার) বরিশাল নগরীর ৪ নং ওয়ার্ডের কাউনিয়া হাউসিং এলাকার বেশ কিছু দুঃস্থ কর্মহীন হয়েপরা অসহায় পরিবারদের মাঝে এই সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর বিশিষ্ট সমাজ সেবক আঃলীগ নেতা আলহাজ্ব মাহমুদুল হক খাঁন মামুন,বরিশাল মহানগরের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার মিন্টু, বরিশাল সদর উপজেলা হাজী মোহাম্মদ শামীম হোসেন নির্বাহী সভাপতি জে এইচ সুমন বরিশাল জেলা শাখার সভাপতি মফিজুর রহমান মিলন। সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাগর। সদর উপজেলা সহসভাপতি সোহেল তালুকদার। ও মানবতা মানবতা কর্মী মাহফুজুর রহমান পারভেজ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা এ সময় কাউনিয়া এলাকার হাউসিং এ বসবাসরত বেশ কিছু দু:স্থও করোনা মহামারী পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পরা শ্রমজীবি মানুষের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাস এর বিষয়ে সর্তকতা মূলক পরামর্শ প্রদান করেন এবং চাল,আলু,মুশরিডাল,সয়াবিন তৈল,পিয়াজ,রসুন ও করোনাভাইরাসের সংক্রমণের থেকে রক্ষা পেতে হ্যান্ড সেনিটেশন ও মাস্ক সামগ্রী বিতরন করেন। এবং সার্বিক সহযোগিতায় সদর উপজেলায় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান
উল্লেখ্য বরিশালের একমাত্র মানবাধিকার সংগঠন হিসাবে বাংলাদেশ মানবাধিকার কমিশন’ বরিশাল সদর উপজেলা সংগঠনটি ইতোপূর্বেও বিভিন্ন সেচ্ছাসেবকমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।