২১ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: আমিনুল ইসলাম ::-
সিলেট সিটি কর্পোরেশনের অধীনে যে সকল নিম্ন মধ্য আয়ের লোকজন ভারাটিয়া হিসাবে বিভিন্ন বাড়ীতে বসবাস করছেন বাড়ীর মালিকদের তাদেরকে এক মাসের ভাড়া মওকুফ করার জন্য মেয়র আরিফুল হক চৌধুরী বিশেষ অনুরোধ জানিয়েছেন। মালিকরা বাসা ভাড়া মওকুফ হিসাবে সম্মান সূচক পাবেন এক মাসের পানির বিল ফ্রি। আর কেউ যদি আপোদ কালীন সময়ে অন্যথা করেন তাহলে কর্পোরেশন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে।
মেয়র আরিফুল হক বলেন, বাড়ীর মালিকরা আপোদ কালীন সময়ে যদি ভায়াটিয়াদের এক মাসের ঘর ভাড়া মওকুফ করেন তাহলে সিলেট সিটি কর্পোরেশন তাদের সম্মান হিসাবে এক মাসের পানির বিল মওকুফ করবে। যদি অন্যথা করেন তাহলে তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেয়র আরিফুল হক বলেন,এই দুর্দীনে শ্রমজীবী অসহায় মানুষের জন্য সিলেট সিটি কর্পোরেশন খাদ্য ফান্ড গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে । এই ফান্ডে সিটি কর্পোরেশনের কাউন্সিলররা তাদের এক মাসের সম্মানি ভাতা প্রদান করবেন।
সরকারী বরাদ্দ চেয়ে ইতিমধ্যে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলররা। জেলা প্রশাসকের কাছ থেকে ৬শ ৬০মেট্রিক টন চাউলের জন্য অনুরোধ জানান। বাকি সব নিত্য পণ্যের আয়োজন সিটি কর্পোরেশন করবে।
সিলেটের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত অসহায় শ্রমজীবী আড়াই লাখের অধিক মানুষের জন্য সাত দিনের খাবার সরবরাহ করবে বলে আশ্বস্ত করেছেন।