২২ নভেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
স্টাফরিপোর্টারঃ-
আজ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বরিশাল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি জনাব সাদেকুল আরেফিন মতিন।উক্ত সভা সভাপতিত্ব করেন বরিশাল জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম, (বার)।
ডিআইজি মহোদয় তার বক্তব্যে ঐতিহাসিক ৭ই মার্চের উপর তথ্য ভিত্তিক আলোচনা করেন। তিনি সভায় উপস্থিত স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক বই “কারাগারের রোজনামচা” পড়ার পরামর্শ দেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।