২২ নভেম্বর ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি
বানারীপাড়ার ঐতিহ্যবাহী সংগঠন নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত দুই বাংলার লেখক সমাবেশ ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৮ ফেব্রয়ারি) নতুনমুখ কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ছড়াকার,কবি ও শিক্ষাবিদ তপংকর চক্রবর্তী। নতুনমুখের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পাল, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ছড়াকার, শিশুসাহিত্যিক ও কবি আসলাম সানী,পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি শ্রীশংকর, কবি ও নাট্যজন নজমুল হোসেন আকাশ, কবি আব্দুল গণি মিয়া, কবি সুব্রত লাল চক্রবর্তী, বরিশাল বিভাগের শ্রেষ্ঠ সমাজসেবক মো. আব্দুল হাই, বিশিষ্ট সমাজসেবক ও লায়ন্স ক্লাবের সদস্য আব্দুর রহিম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নতুনমুখের নির্বাহী কমিটির সদস্য এটিএম মোস্তফা সরদার, সহসভাপতি হরে কৃষ্ণ বিশ্বাস, নতুনমুখের প্রতিষ্ঠাকালীন সদস্য ও হাই-কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কবি আব্দুল হাই বখ্শ, নতুনমুখের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, নতুনমুখ খেলাঘর আসরের উপজেলা সভাপতি ও নতুনমুখের নির্বাহী সদস্য মোশারেফ হোসেন, নতুনমুখের সহ-সভাপতি সাংবাদিক এস. মিজানুল ইসলাম, সাহিত্য সম্পাদক ও বানারীপাড়া প্রেস ক্লাব সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ, বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রুহুল আমীন শুভ প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ছিলো দুই বাংলার কবিদের কবিতা অাবৃত্তির পর্ব ও নতুনমুখের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় পশ্চিম বঙ্গের চারজন কবি ও নতুনমুখের প্রতিষ্ঠালগ্নে জড়িত ছয়জন নারীকে। এ ছাড়াও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ সমাজসেবক মো. অাব্দুল হাই ও বরিশাল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. জাহিদ হোসেনকেও সংবর্ধিত করা হয়। এর আগে অনুষ্ঠানের প্রথম পর্বে নতুনমুখের নিয়মিত প্রকাশনা “নতুনমুখ” স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নতুনমুখের সদস্য ইসরাত জাহান মুন্নী।