২২ নভেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ,ঝালকাঠি॥
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গড়ংগল গ্রামে আব্দুল হাই তালুকদারের বাড়িতে অগ্নিকা-ে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। বুধবারবার রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, আব্দুল হাই তালুকদারের বাড়িতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর
পেয়ে পার্শ্ববর্তী কাউখালি উপজেলা ও ঝালকাঠির ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই নুরুজ্জামান রাজা, মৃত ইমাম হোসেন,
জাকির হোসেনও বেলায়েত হোসেনের ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা আসবাবপত্র ও নগদ অর্থসহ ঘরগুলোর পুরে যায় ছাই হয়ে যায়।