২২ নভেম্বর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ আবুল বাশার/ মোঃ মিনারুল ইসলাম/ মোঃ মোক্তারুজ্জামান::-
চুয়াডাঙ্গায় জেলার জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম আবারো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভূষিত হলেন।
রবিবার চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলসেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তিনি এই পুরস্কারে ভূষিত হন। জানুয়ারি ২০২০ মাসের সার্বিক কর্মকাণ্ড বিবেচনা করে তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরস্কার অর্জন করলেন। গত মাসেও জেলার ৪ থানার মধ্যে তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন।চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম তার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ কলিমুল্লাহ। উল্লেখ্য মাসিক কল্যাণ সভায় জেলায় কর্মরত সকল পুলিশ অফিসার-ফোর্সদের সুবিধা অসুবিধা শোনার পাশাপাশি সেগুলো সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়। সাথে সাথে ভালো কাজ করা পুলিশ সদস্যদের পুরষ্কারে ভূষিত করা হয়।জীবননগর থানায় যোগদানের পর থেকেই সাইফুল ইসলাম এই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছেন।জীবননগর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের লাগাম তিনি টেনে ধরেছেন। তাছাড়া জীবননগর থানাধীন প্রায় প্রত্যেক গ্রামেই তিনি রাত পাহারার ব্যবস্থা চালু করে দিয়েছেন। গ্রামবাসীর পাশাপাশি জীবননগর থানার পুলিশ সদস্যরা গ্রাম পাহারারত লোকজনের সাথে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছেন। তার এই পুরষ্কার অর্জনে জীবননগর উপজেলা বাসী তাকে সাধুবাদ জানিয়েছে।