২১ নভেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
কবিতা
-২১“একুশ আমার চেতনা-
(আব্দুর রইচ সেরনিয়াবাত)
একুশ আমার চেতনার প্রতীক
আমার মায়ের বুলী
বাংলা ভাষায় “মা” ডাকিবে বলি
ভাইয়েরা বুকে নেয় গুলি ॥
একুশ আমার ভাইহারা ব্যাথা
বুকেতে চাঁপিয়া রাখি
সালাম বরকত রফিক জব্বার
কত যে অজানা সাথী ॥
একুশ আমার মায়ের আকুতী
বোনের কাঁন্নার সুর
শোককে তাই শক্তি করেছি
ভীত কাঁপে শত্রুর ॥
একুশ আমার দৃপ্ত শপথে
অগ্নীঝড়ানো দিন
কান পেতে শোন ঐ শোনাযায়
সুধিতে হইবে ঋণ ॥
একুশ আমার রক্ত কনিকায়
স্বাধীনতার বীজ বোনা
বাঙলা মায়ের কোলেতে বসিয়া
মুক্তির সে গান শোনা ॥
একুশ আমার মুক্তিযুদ্ধের
সূচনা সংকেতে
স্বাধীকার থেকে স্বাধীন বাংলা
একুশের সেই পথে ॥
একুশ আমার বিদ্রোহী কথা
মিছিলের শ্লোগান
শত্রু শিবিরে আঘাত হানিতে
হও সবে আগুয়ান ॥
একুশ আমায় শিখায়ে দিয়েছে
শিকল ভাঙ্গার গান
শহীদ মিনারের ফুলে ফুলে খুজি
স্মৃতির তাজা সেই প্রাণ।