২১ নভেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঝালকাঠি মুক্তমনা সাংবাদিক সংগঠন মিডিয়া ফোরাম । একুশের প্রথম প্রহরে রাত ১২টায় ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যান।
এ সময় মুক্তমনা সাংবাদিক সংগঠন ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি বলেন, ফেব্রুয়ারির রক্তঝরা পথ বেয়েই অর্জিত হয় মাতৃভাষা বাংলার স্বীকৃতি । এরই ধারাবাহিকতায় আসে বাঙালির চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা, যার নেতৃত্ব দিয়েছেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ঝালকাঠি মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক বলেন, মহান একুশে ফেব্রুয়ারির সেই রক্তঝরা গৌরবের সুর বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আজ বিশ্বব্যাপী মানুষের প্রাণে প্রেরণিত হয়।