২১ নভেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে বিদেশ গমনের আগে দক্ষতা অর্জন, মন্ত্রনালয়ের মাধ্যমে স্বচ্ছ ভিসা প্রাপ্তি ও নিরাপদে বিদেশ গমন ও দেশে রেমিট্যান্স প্রেরণের উপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন বরিশাল মহিলা টিটিসি কলেজ অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসনে ভূঞা।
সেমিনারে অবৈধভাবে মানব পাচারকারীদের প্রতিহত করে বৈধপথে সরকারের জনশক্তি মন্ত্রনালয়ের মাধ্যমে বিদেশ গমন করাসহ সার্বিক সাহায্য সহযোগীতার জন্য সরকারের বিভিন্ন সংগঠনের সহযোগিতা নেয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয়ে বৈদেশিক কর্মসংস্থান শাখার মাধ্যমে বিদেশ গমনের আগে সকল বিদেশ প্রার্থীদের যাচাই বাছাই করার আহ্বান জানানো হয়।
অন্যন্যদের মধ্যে আরও উপস্হিত ছিলেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার,ছাত্র লীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা প্রেস ক্লাব সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, সেমিনারে সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজৈনতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।