২১ নভেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি :
ঝালকাঠিতে ” দৈনিক শতকন্ঠ ” পত্রিকার স্টাফ রিপোর্টার ও জাগো নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক আতিকের পিতা মোঃ আনোয়ার হোসেন মৌলভী (৬৮) সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গত রোববার দুপুর আনুমানিক ২টায় রাজাপুর-নৈকাঠী সড়কের আকসু ক্লাব নামক এলাকায় মটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন সাংবাদিক আতিকের পিতা মো : আনোয়ার হোসেন মৌলভী। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি ইন্তেকাল করেন। ” ইন্না ল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ”
এ বিষয় স্থানীয় ভাবে জানাযায়, গত ১৬ ফেব্রুয়ারী রোববার রাজাপুর উপজেলাধীন নাড়িকেলবাড়িয়া এলাকা থেকে ভাড়ায় চালিত মটর সাইকেলযোগে রাজাপুর আসছিলেন তিনি, হঠাৎ মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনা হলে তিনি গুরুতর আহত হয়।