২১ নভেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়া থানার চৌকস অফিসার ইনচার্জ জেলার শ্রেষ্ঠ পরিদর্শক নির্বাচিত হওয়ায় তাকে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। জানা গেছে, সোমবার সকালে আগৈলঝাড়া থানায় ওসির অফিস রুমে জাতিসংঘের পদক ও বরিশাল জেলার শ্রেষ্ঠ পরিদর্শক পদক পাওয়া চৌকস অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনকে আগৈলঝাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক সদস্য সরদার হারুন রানা, আহবায়ক ও সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, আহবায়ক সদস্য ও সাবেক সহ-সভাপতি এস এম শামীম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, সাংবাদিক জাহিদুল ইসলাম, রিপন বিশ্বাস, মনিরুজ্জামান মনির, বরুন বাড়ৈ, স্বপন দাস, নাজমুল রিপন, পলাশ দত্ত, মৃদুল দাস, মারুফ মোল্লাসহ প্রমুখ। এসময় প্রেসক্লাবের সাংবাদিকরা উপজেলার মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে শ্রেষ্ঠ পরিদর্শক পদক পাওয়া চৌকস অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনকে অভিনন্দন জানান এবং সাংবাদিকদের সকল কাজে সহযোগিতা কামনা করেন। এসময় শ্রেষ্ঠ পরিদর্শক পদক পাওয়া চৌকস অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের বন্ধু। আপনাদের সার্বিক সহযোগিতার কারনেই আগৈলঝাড়া থানায় এই প্রথম সে বরিশাল জেলার মধ্যে শ্রেষ্ঠ পরিদর্শক হিসেবে পদক পেয়েছে।