২১ নভেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি/ বানারীপাড়ায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বধিরদের কথা শিক্ষা প্রতিষ্ঠান হাই কেয়ার স্কুলের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছে দুবৃর্ত্তরা। হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আ.হাই বখ্শ জানান রোববার সকালে স্কুলে গিয়ে তিনি একই ক্যাম্পাসে অবস্থিত দুই বিদ্যালয়ের দক্ষিণ পশ্চিম কর্নারের সীমানা প্রাচীর ভাঙ্গা ও বাথরুম লাগোয়া গ্রিল কাটা এবং তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। তার ধারণা দুবৃর্ত্তরা অসৎ কোন উদ্দেশ্যে সীমানা প্রাচীর ও গ্রিল ভেঙ্গে ফেলেছে। এর ফলে দুটি শিক্ষা প্রতিষ্ঠান অরক্ষিত হয়ে পড়েছে। দুবৃর্ত্তরা ভাঙ্গা স্থান থেকে ভিতরে প্রবেশ করে চুরি ও মাদক সেবন সহ অন্য কোন অপরাধ সংঘটিত করতে পারে। অভিযোগ রয়েছে রাতে ওই শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে বখাটেরা মাদক সেবন সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করে থাকে। বিষয়টি টের পেয়ে বন্দর মডেল স্কুল কর্তৃপক্ষ স্কুলের প্রধান ফটক সন্ধ্যার পরে মাঝে মাঝে বন্ধ করে রাখায় বিকল্প পথে ভিতরে প্রবেশ করতে ওই বখাটেরা সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলতে পারে।###
রাহাদ সুমন,বানারীপাড়া