২১ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মৃধা মোঃ জুয়েল ///
বাকরেগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমি অফিসের সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হাটে বাজারে গিয়ে চান্দিনা ভিটার ইজারা নবায়ন কর্মসূচি হাতে নিয়েছে ভূমি অফিস। মোঙ্গলবার উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া বাজারে এই কর্মসূচির উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় এবং সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন সিকদার এবং ভূমি কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ভূমি সেবা পেতে জনগন যাতে দালাল চক্র দিয়ে হয়রানী না হয় এবং সহজে সরকারের সেবা পায় সেজন্য এমন উদ্যোগ নেয় হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সবকটি বাজারে গিয়ে ইজারা নবয়ন করা হবে বলে জানান, সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম। ভিন্নধর্মী এমন সেবা পেয়ে খুশি এলাকার জনগন।