২১ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় আইন-শৃংখলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যেগে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে আইন-শৃংখলা ও সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। আইন-শৃংখলা ও সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ কমিটির সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মোঃ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, মুক্তিযোদ্ধা আঃ রশিদ শিকদার, এসআই তৈয়বুর রহমান, উপজেলা বন কর্মকর্তা মোঃ সিরাজুল মিয়া, প্রেসক্লাব আহবায়ক কেএম আজাদ রহমান, উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক বি এম মনির হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, বিপুল দাসসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ ব্যাপরে এসআই তৈয়বুর রহমান জানান, ২০২০ সালের জানুয়ারী মাসে আগৈলঝাড়া থানায় বিভিন্ন ধরনের ১২টি মামলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কোন মামলা নেই। বর্তমানে আগৈলঝাড়া উপজেলার আইন শৃংখলা সন্তোষ জনক রয়েছে।