২১ নভেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন। রবিবার বরিশাল জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক (জানুয়ারী, ২০২০ইং) অপরাধ দমন ও কল্যান সভায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার এবং সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
সভায় ২০২০ সালের জানুয়ারী মাসে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার এবং সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করে তার হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেন পুলিশ সুপার।
এই পুরস্কার আগামীতে আরও দায়িত্ব পালনে গুরুত্ব ভূমিকা রাখবে তিনি বলেন তার এপুরুস্কার তার একার নয় বরং সকল আগৈলঝাড়া বাসির তাই উপজেলা প্রেস ক্লাবের পক্ষথেকে থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনকে ফুলের শুভেচ্ছা জানালেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এইচ এম মাসুম হোসেন,সাধারন সম্পাদক বি এম মনির হোসেন, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম(এম এ), সহ- সভাপতি দিদার হোসেন,সাংগঠনিক সম্পাদক বাবুল মন্ডর, প্রচার সম্পাদক মাসুদ হোসেন, সদস্য আহাদুর ইসলাম রানা সহ আরো অনেকেই।