২১ নভেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার রেশ শেষ না হতেই রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সোমবার বিকেল সাড়ে ৩ টার পর ভবনে আগুনের সূত্রপাত ঘটে। জানা গেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ১০০/১৭ নম্বর ১৮ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান বাটা সিগনালের পাশে একটি ভবনে আগুন লেগেছে শুনে প্রথমে দুটি ও পরে আরেকটি ইউনিট পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি।