২১ নভেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বিএম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
গৌরনদী উপজেলার ৪৩নং আশোকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা” সমাবেশ রোববার অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল’র সভাপতিত্বে মুজিব বর্ষের অঙ্গিকার পূরনের লক্ষে অনুষ্ঠিত মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রসাশক এস এম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল লতিফ মোজুমদার, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক, সাবেক সভাপতি বিএম বেলাল, সহ-সভাপতি আবু সাঈদ খন্দকার। বক্তব্য রাখেন আশোকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোকসেদুর রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম আহাদ মিয়া রাসেল। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: বদিউজ্জামান, মো. মাহবুবুর রহমান, নাদিরা আফরিন, মো. পলাশ সরদার, মো: বজলুল করিম। রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম রনি, অর্থ সম্পাদক মোঃ লোকমান হোসেন রাজু, দপ্তর সম্পাদক রাশেদ আহমেদ, প্রচার সম্পাদক শাফিন আহমেদ। আশোকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: খাদিজা ইয়াছমিন, সহকারি শিক্ষক মো: জামাল হোসেন, হাসিনা খানম, রেহানা পারভীন, সেলিনা আকতার, টুলু রানী দাস, তানিয়া আক্তার, উর্মি রহমান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. অজিয়র রহমান বলেন বরিশাল জেলায় মোট ১৫৮৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তার মাঝে গৌরনদী উপজেলার ৪৩নং আশোকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে ঘোষনা করেন। আলোচনায় তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় মায়েদের ভুমিকা অপরিসিম। শেষে জেলা প্রসাশক মো. অজিয়র রহমান, জেলা শিক্ষা অফিসার মো: আবদুল লতিফ মোজুমদার ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বিদ্যালয়ে বিভিন্য শ্রেনী কক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন, শেষে বিদ্যালয়ের ছাদ কৃষি পরিদর্শন করে সন্তষ প্রকাশ করেন। বিশেষ দ্র: ২০২০সনে গৌরনদী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: খাদিজা ইয়াছমিন ঘোসিত হন।