২১ নভেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
জলিলুর রহমান স্টাফ রিপোর্টার
বরগুনায় আশা ব্যাংক কর্তিক আয়োজিত শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল ৯ টা ৩০ মিনিটের সময় বরগুনা পুলিশ লাইন্স এলাকার আরডিএফ টাওয়ারের ২য় তলায় শিক্ষা সেবিকা কর্মশালা, কর্মীদের আলোচনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন আশা ব্যাংক কর্তিক শিক্ষা সেবিকা একটি ভালো উদ্যেগ,তারা ছোট ছোট বাচ্চাদের কোলে নিয়ে পাঠদান করায়। তাদের এই পাঠদান দেশ ও জাতির কল্যাণের জন্য বয়ে আনুক একটি সুশিক্ষিত সমাজ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর হোসেন সজল,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমএম মিজানুর রহমান,আশা ব্যাংক বরিশাল ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ আবু খালেদ রাজু এবং সাংবাদি হাচানুর রহমান ঝন্ঠু প্রমুখ।