২১ নভেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল হাট উন্নয়নের জন্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার। মঙ্গলবার সকালে উপজেলার বাশাইল বাজারের টলঘরে উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা ও রাজিহার ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে বাশাইল হাটের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব গৌতম দাস রাজিহার ইউনিয়ন কৃষকলীগ নেতা মতিউর রহমান হাওলাদার, সাবেক ইউপি সদস্য ফকরুল ইসলাম সহ বাজারের ব্যবসায়ী গন প্রমুখ। সভায় ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার বলেন, বর্তমান সরকার উপজেলা থেকে প্রত্যন্ত এলাকায়ও সমান ভাবে উন্নয়ন কাজ করছে। প্রতিটি হাট বাজারেও চলছে উন্নয়ন কাজ।