২১ নভেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
সারা দেশের ন্যায় বরিশালের আগৈলঝাড়ায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার ৭টি বিদ্যালয় কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় এ বছর এসএসসি পরীক্ষায় মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ৩ হাজার ২শত ৭৮জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। সোমবার সকালে বাশাইল মাধ্যমিক বিদ্যালয় ও বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরীন তন্বী। উপজেলার ৭টি বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে ভেগাই হালদার পাবলিক একাডেমীর ৩ শত ৩১জন শিক্ষার্থী, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ শত ৪ জন শিক্ষার্থী, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬ শত ১৪ জন শিক্ষার্থী, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬ শত ৩৫ জন শিক্ষার্থী, বাশাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬শত ৮৫জন শিক্ষার্থী, বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ শত ৩৪ জন শিক্ষার্থী, মাদ্রাসা বোর্ডের অধীনে গৈলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১ শত ৪৯ জন শিক্ষার্থী ও শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল কেন্দ্রে ১ শত ২৬ জনসহ মোট ৩ হাজার ২ শত ৭৮ জন পরীক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরীন তন্বী সাংবাদিকদের জানান, প্রথম দিনের এসএসসি পরীক্ষা শান্তি পূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে।