২১ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা সমাজসেবা বিভাগের অধিনে বয়স্ক, বিধুবা ও প্রতিবন্ধীদের নামের তালিকা সরেজমেনে গিয়ে উন্মুক্ত পদ্ধতিতে যাছাই বাছাই করা হয়েছে।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নে সরেজমিনে গিয়ে কর্মকর্তারা জনপ্রতিনিধদের সহায়তায় এ তালিকা বাছাই কাজ সম্পন্ন করা হয়। এসময় লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাশেদ, উপজেলা কৃষি অফিসার সফিকুল ইসলাম ভূইয়াসহ বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান হরিমোহন চাকমা, লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা ও দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা উপস্থিত ছিলেন। এছাড়াও সংশ্লিষ্ট ইউপি মেম্বার, শিক্ষক, হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিধুবা ৪৭জন, বয়স্ক ৩১জন এবং প্রতিবন্ধী ২৬জনসহ মোট ১০৪জন ভাতা সুবিধা পাবেন। লক্ষ্মীছড়ি উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাশেদ এ প্রতিনিধকে জানান, প্রতিটি এলাকায় গিয়ে নিয়ম-নীতি অনুস্মরণ করে সরাসরি সকলের উপস্থিতিতে এ তালিকা বাছাই করা হচ্ছে। এ উপজেলায় উপজেলায় ১হাজার ১৩৩জন বয়স্ক ভাতা, ৭৪৮জন বিধুবা ভাতা এবং ২’শ ৫৮জন প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন বলে জানান তিনি।