২১ নভেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় রাংতা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বলেন
শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক দক্ষতার প্রতি গুরুত্বারোপ করে ফেসবুক ছেড়ে খেলার মাঠে আসতে উৎসাহিত করেন।
আগৈলঝাড়ায় রাংতা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে ২০টি ইভেন্টে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেড় শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে পুরুস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক সচিব ও রাষ্ট্রদুত মোঃ আবদুল মান্নান হাওলাদার। সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার প্রান কুমার ঘটক,উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, শিক্ষক আবুল হোসেন মিয়া প্রমুখ।