২১ নভেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ
আশির্বাদ অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাঁদিয়ে কাঁদলেন প্রধান শিক্ষক আগৈলঝাড়ায়

আশির্বাদ অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাঁদিয়ে কাঁদলেন প্রধান শিক্ষক আগৈলঝাড়ায়

বি এম মনির হোসেন
আগৈলঝড়া প্রতিনিধি:-বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের ব্যাতিক্রমী আশির্বাদ অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের কাদিয়ে প্রধান শিক্ষক সুনীল বাড়ৈ নিজেও কাঁদলেন।
পাঁচ শতাধিক শিক্ষার্থীদের কাদিয়ে নিজেও শিশুদের মত কেঁদে উঠলেন প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ। বুধবার দুপুরে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা মাধ্যমিক বিদ্যালরে এসএসসি পরীক্ষার্থীদের আশির্বাদ (বিদায়) অনুষ্ঠান ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কাঁদিয়ে প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ নিজেও কাদলেন।
বিদ্যালয় প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত ১২২জন শিক্ষার্থীর আশির্বাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার অফিসার ইন চার্জ মোঃ আফজাল হোসেন।
সভাপতির বক্তব্যে সুনীল কুমার বাড়ৈ বলেন, চাকুরী জীবনে এই শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানই তার শেষ আশির্বাদ দেয়া অনুষ্ঠান। আগামী বছরে তিনি কর্ম জীবন থেকে অবসরে যাবেন উল্লেখ করে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে আবেগঘন বক্তব্য প্রদান করলে সকলের সাথে তিনিও কাঁদেন।এসময় বিদায়ী ১১২জন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায়, সাবেক শিক্ষক মাখন লাল সরকার, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
শিক্ষক মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় আশির্বাদ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন বক্তব্য রাখেন পাপড়ী বাড়ৈ, রুবাইয়া ইসলাম,পৃত্থী বাড়ৈ, জয় কুমার মন্ডল, বিদ্যালয়ের শিক্ষার্থী হাসি কির্ত্তুনীয়,ইউনি বাঢ়ৈ প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা উপস্থিত শিক্ষক মন্ডলী ও স্থানীয় প্রবীন ব্যক্তিদের পায়ে সালাম করে আশির্বাদ/ দোয়া গ্রহন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019