২১ নভেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয় মাঠে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে উদ্বোধন পূর্বক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীণ তন্বী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, উপজেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক প্রমুখ। পরে অতিথিরা ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন। ক্রীড়ায় ১২টি ইভেন্টে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।