২১ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির স্বেচ্ছাসেবী শিশু উন্নয়ন সংগঠন জাগো সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাউপকরণ উপহার দিয়েছে।আজ সোমবার সকাল ১১ টায় শহরের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণির ৪০ জন শিশুদের মাঝে খাতা, কলম, জ্যামিতি বক্স,ক্যালকুলেটর ও অনন্য শিক্ষা উপকরণ উপহার দেয় এ সংগঠনটি হয়। এ লক্ষ্যে অনারম্বর এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার(মঈন)। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) ইসরাত জাহান সোনালী ও জাগোর উপদেষ্টা সাংবাদিক পলাশ রায়।অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মো. শাকিল হাওলাদার রনির সভাপতিত্বে অনুষ্ঠানে শিশুকল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান মামুন, সাংবাদিক খায়রুল ইসলাম,কৌশিক বড়াল, মো. জুবায়েরসহ জাগোর তরুণ সদস্য এবং শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।