২১ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
কনকনে শীত নিবারনের জন্য অনাথ শিশুদের থাকার কক্ষে গরম রাখার জন্য পুলিশ সুপারের পক্ষো থেকে রুম হিটার বিতরন করা হয়েছে। বুধবার বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএমবার) এর নিজস্ব তহবিল থেকে আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে থাকা শিশুদের রুম গরম রাখার জন্য ২শত ওয়ার্ডের রুম হিটার বিতরন করেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ও থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, থানা থেকে আসা মোঃ ফরিদ উদ্দিন সহ ছোটমনি নিবাসের কর্মকর্তা ও কর্মচারীরা অনাথ শিশু ও ছোটমনি নিবাসের কর্মচারীরা শীত নিবারনের জন্য এই রুম হিটার পেয়ে খুশি হয়েছেন।