২১ নভেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষন গননা (কাউন্ট ডাউন) উদযাপন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শতবর্ষের ক্ষণ গগনা অনুষ্ঠান শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এলইডি স্ক্রীনে সরাসরি সম্প্রচার করা হয়।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের আগে উপজেলা নবাগত নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে জন্ম শতবার্ষিকীর ক্ষন গননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তপন বসু, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা আগামী ১৭মার্চ জাতির পিতার জন্মদিন থেকে ২০২১ সালের ১৭মার্চ জাতির পিতার জন্ম শতবর্ষে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়নে সকল স্বাধীনতা প্রেমীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীণ তন্বি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, ইউএইচএএফপিও ডা. বখতিয়ার আল মামুন, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, প্রাণি সম্পদ কর্মকর্তা আশুতোষ রায়, উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, ইউপি চেয়ারম্যানগন, সাংবাদিকগন সহ সরকারী কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক মন্ডলী, জনপ্রতিনিধিবৃন্দ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ সর্বস্তরের সহস্রাধিক জনগন।
প্রসংগত, দীর্ঘ দিন পাকিস্তান কারাগারে আটক থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলার মাটিতে প্রত্যাবর্তন করেছিলেন।