২১ নভেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেস্ক:: দুই দিনের সফরে বরিশালে এসেছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি।
আজ বিকেলে তিনি বিমানযোগে বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছান।
বিমানবন্দরে তাকে অভ্যর্থণা জানিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এসময় প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় শিক্ত হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোক্তার হোসেন, ট্রাফিকের ডিসি খায়রুল ইসলাম সহ প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পথে বরিশাল সার্কিট হাউসে যায়। সেখানে তিনি গার্ড সালামি গ্রহণ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম (পিপিএম-বার)পিপিএম, বিএমপি পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, জেলা প্রশাসক জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।