২০ নভেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্কঃ
সৌদি আরব থেকে আরও ১৭৬ জন কর্মী দেশে ফিরেছেন। শনিবার গভীর রাতে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এ নিয়ে গত চার দিনে দেশে ফিরেছেন ৩১৭ কর্মী।
সৌদি ফেরত শহিদ মিয়া জানান, আড়াই বছর আগে সাড়ে চার লাখ টাকা খরচ করে সৌদি আরবে গিয়েছিলেন। তিনি সৌদি আরবে টাইলস ফিটিংয়ের কাজ করতেন। কর্মস্থল থেকে ঘরে ফেরার পথে তাকে পুলিশ আটক করে। তার গায়ে অফিস ড্রেসও ছিল। পায়ে ছিল টাইলস লাগানোর সিমেন্ট মাখানো জুতা। ওই অবস্থাতেই তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
দেশে ফেরা ব্রাহ্মণবাড়িয়ার সেলিনা আক্তার ও শামিমা বেগম গৃহকর্মী হিসেবে সৌদি আরব গিয়েছিলেন। তারা নিয়োগ কর্তার মারধরের শিকার হন। পরে তাদের দেশে পাঠানো হয়।
নারায়ণগঞ্জের সোনিয়া আক্তার ও খাদিজা, সিরাজগঞ্জের রাশেদাসহ ১৫ নারী প্রতারণার শিকার হয়েছে সেখানে। পরে তারা পালিয়ে আশ্রয় নেন জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে। সেখান থেকে শনিবার তাদের দেশে পাঠানো হয়।