২১ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ সপ্তাহ উপলক্ষে থানার উদ্যেগে ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়েছে। রোববার বিকেলে থানা চত্ত্বরে পুলিশ সদস্যদের এ্যালার্ম প্যারেড অনুশীলন, ১-৫ বছরের শিশুদের দৌড় প্রতিযোগীতা, ৫-১০ বছরের শিশুদের দৌড় প্রতিযোগীতা, হাড়ি ভাঙ্গা, চেয়ার সিটিং, বালিশ বদল, তৈলাক্ত কলাগাছ আরোহন, ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও ক্যারামবোর্ড প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়ানুষ্ঠান শেষে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন পুলিশ সুপার (ডিএসবি) নাইমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ও শামস হোসেন, ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন প্রমুখ। এসময় থানার বিভিন্ন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।