২১ নভেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়ার বিভিন্যো হাট বাজারে ঘুরে ঘুরে শীতার্তের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিচ্ছেন নবাগত আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।
বরিশালের আগৈলঝাড়ায় সারাদেশের ন্যায় আগৈলঝাড়ায়ও শীতের তীব্রতা চরম আকার ধারণ করেছে। এই তীব্র শীতে অসহায় মানুষদের জিবন-যাপন কষ্টকর হয়ে উঠেছে। এই তীব্র শীতে নবাগত আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম শীতার্ত অসহায় মানুষদের পাশে শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১০ টা থেকে গভীর রাতে প্রযত্ন উপজেলার প্রান কেন্দ্রে কেন্দ্রে শীতার্ত অসহায় মানুষকে কম্বল জড়িয়ে দিতে দেখা যায়।
নবাগত আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সাথে কথা বললে তিনি জানান, অনেক মানুষ এই শীতে কষ্ট পাচ্ছে। ঘরে বসে থাকলে সেটা বুঝা যায় না। তাদের কাছে আসলে উপলব্দি করা যায়, যে তারা কত কষ্টে আছে। তাই আমিও চেষ্টা করছি শীতার্ত মানুষের শীত নিবারন করতে।